০৯ ফেব্রুয়ারী ২০২৫ রবিবার রাত ১০টায় জেলা প্রতিনিধি জাতীয়তাবাদী পরিষদ এর উদ্যোগে চলমান গণতান্ত্রিক আন্দোলন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আমাদের ভূমিকা ,ভাবনা ও করণীয় শীর্ষক অনলাইন জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রুপ এডমিন ও ট্রেক্সাস বিএনপির সাবেক সদস্য সচিব, টেক্সাস প্রবাসী এহসানুল হক ভুইয়া।

মিটিংয়ে বিভিন্ন জেলার দায়িত্বশীল সদস্য বৃন্দের মধ্যে আরো যোগ দেন গাজী সালাউদ্দীন -খুলনা, মো: হাসান আলী রেজা দোজা -ব্রাহ্মনবাড়িয়া, জি এস সান্ডো -বদলগাছি, নওগা, ডা: নুরুজ্জামান সরকার মিলন- সাঘাটা,গাইবান্ধা, মোহাম্মদ আলম - কুস্টিয়া, শহীদ উদ্দীন সরদার - পাবনা, খন্দকার ফারহানা ইয়াসমিন আতিকা - মানিকগঞ্জ, আনোয়ার হোসেন, নাজমুল আহসান খান - পিরোজপুর, জেরীনা ইয়াসমিন - কুমিল্লা, শহীদুল ইসলাম - সিরাজগঞ্জ, কাজী মনির - ঝালকাঠি, সাংবাদিক সুইট- বগুড়া, মাসুদ খান - হবিগঞ্জ, ইঞ্জিনিয়ার জাহিদ হোসেন - রংপুর
এম এ ইউসুফ - লক্ষীপুর, এ এইচ ফিরোজ - বরিশাল, ভিপি শহীদ - জামালপুর, মো: শফিকুল ইসলাম - পাবনা, মীর্জা মেহেদী হাসান - পাবনা প্রমুখ।
মিটিংয়ে চলমান রাজনৈতিক নানা বিষয়ে মুক্ত আলোচনায় চলমান বিভিন্ন সংকট ও ভবিষ্যতে করনীয় বিষয়টি প্রধান্য পায়।
মিটিং এ জাতীয়তাবাদী পরিষদ অষ্টাশি ও জেলা প্রতিনিধি জাতীয়তাবাদী পরিষদ এর কার্যক্রমকে আরো বেগবান ও দলীয় তথা গ্রুপ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম বিশ্বব্যাপী তুলে ধরার জন্য উভয় গ্রুপের মুখপত্র ধানের শীষ ডট নেট (https://www.dhanershis.net) এ তথ্য দিয়ে সহযোগীতার আহবানে সবাই একমত হন এবং স্ব-স্ব জেলা থেকে তথ্য দিয়ে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581