অনলাইন ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে অসুস্থ হয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক কামরুজ্জামান জাপানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কামরুজ্জামান জাপানের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
স্বেচ্ছাসেবক দলে খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় অসুস্থ হয়ে পড়েন কামরুজ্জামান জাপান। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। মরদেহ গ্রামের বাড়ি মাগুরায় নিয়ে যাওয়া হবে।
এদিকে কামরুজ্জামান জাপানের মৃত্যুতে তার রাজনৈতিক সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581