অনলাইন ডেস্ক : এগারো মাস কারান্তরীণ থাকার পর জামিনে মুক্তি পেলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না।
মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান।
গত বছরের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়েছিলো। এরপর জামিনে মুক্তি পেলেও একের পর এক পেন্ডিং মামলায় তাকে কারাগারে আটক রাখা হয়। বর্তমানে তার মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২৩-এ। সব মামলায় তিনি জামিন লাভ করে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ ছাত্রদলনেতা তাইফুর রহমান ফুয়াদ।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581