অনলাইন ডেস্ক : জাতীয় নির্বাচনে ভরাডুবির পরেও আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবে তৃণমূল বিএনপি। শনিবার বিকালে কেন্দ্রীয় কমিটির সভায় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নীতিগত সিদ্ধান্ত হয়। এছাড়া নির্বাচন পরবর্তী সময়ে দলের গঠনমূলক এবং সারাদেশে জেলা কমিটি, উপজেলা কমিটি সিটি কর্পোরেশন, পৌরসভা কমিটি, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুল্যে দ্রুত গঠন করার বিষয়সহ দলটির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দলাটির নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন বীরমুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী বীরবিক্রম। সভায় বক্তব্য দেন নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা এবং মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। সভায় সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আক্কাস আলী খান। আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারপারসন মেজর ডা শেখ হাবিবুর রহমান, ভাইস চেয়ারপারসন দীপক কুমার পালিত, শামীম আহসান ম্যানুয়াল সরকার ভাইস চেয়ারপারসন, যুগ্ম মধ্যসচিব রেজোউল করিম, যুগ্ম মহাসচিব রুকসানা আমিন সুরমা, যুগ্ম মহাসচিব জহিরুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক শাজাহান সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমূল সাকিব, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেনসহ অন্যানা নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581