অনলাইন ডেস্ক : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, আরও আগেই জাতীয় নির্বাচন সম্ভব। কোনো অবস্থাতেই নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার অজুহাত তৈরি করা যাবে না।’
বুধবার বিকালে ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির এক বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। নবীউল্লাহ নবী বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক দল আসবে এটাই স্বাভাবিক। তবে দলের নিজস্ব চিন্তাভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচনের মাধ্যমে সংসদে এসে তা বাস্তবায়ন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে অবিলম্বে নির্বাচন দিতে হবে। দেশে নির্বাচিত সরকার না এলে গণতন্ত্র পূর্ণতা পাবে না।’ সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি শাকিল মোল্লা, সাধারণ সম্পাদক আহসানুল কবীর, সাংগঠনিক সম্পাদক মাসুদ, তারিকুল ইসলাম তারেকসহ অন্য নেতা-কর্মীরা।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581