অনলাইন ডেস্ক : জাতিকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অধিকার চাইতে গেলে কেউ বলবে রাজাকার, কেউ বলবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। তবে নতুন প্রজন্মের কাছে এগুলোর গ্রহণযোগ্যতা নেই।’
সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে গণঅধিকার পরিষদের একাংশ ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপির লিঁয়াজো কমিটি।
আমীর খসরু বলেন, ‘আমাদের জনসমর্থন আছে ,বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে। আমাদের প্রত্যেকটা কর্মসূচি হবে রাজনৈতিক। জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের কর্মসূচি পালন করব।’
বাংলাদেশের মানুষ যে মুক্তির আন্দোলন করছে সেটির অংশ ছাত্রদের আন্দোলন— এমন মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘ছাত্ররা তাদের দাবির জন্য আলাদাভাবে আন্দোলন করছে, দেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়ে সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। তারা দেশের মানুষের কাছে জবাবদিহি করে না, এটাই তো মূল সমস্যা।’
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘যখনই বাংলাদেশের মানুষ অধিকার চাইবে কেউ বলবে ষড়যন্ত্র করছে, কেউ বলবে উস্কানি দিচ্ছে, কেউ বলবে রাজাকার, কেউ বলবে এরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। এগুলোকে মূলধন করে জাতিকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এগুলোকে আর মূলধন করার সুযোগ নেই। এগুলোকে মূলধন করে জাতিকে বিভক্ত করে মানুষের অধিকার কেড়ে নেয়ার অধিকার কারো নেই।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581