অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করার কথা ভাবছেন, এমন খবরের পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের মন্তব্য নিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তিনি রয়টার্সকে জানিয়েছেন, দেশবাসী চায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সম্মান ও মর্যাদার সঙ্গে দায়িত্ব ছাড়বেন, তবে সেটা দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পর।
মঈন খান বলেন, ‘বাংলাদেশের জনগণের পবিত্র আকাঙ্ক্ষা হলো ড. ইউনূসের সম্মান ও মর্যাদাপূর্ণ বিদায় এবং তার প্রতি জনগণের যে আস্থা রয়েছে, তার প্রতি সম্মান জানিয়ে দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।’
একই সঙ্গে এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদনগুলোর বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্পষ্ট করার অনুরোধও জানিয়েছেন মঈন খান।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581