অনলাইন ডেস্ক : যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবারের পাশে নবীউল্লাহ নবী।
ঢাকার যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চারজনের পরিবারের খোঁজ নিলেন বিএনপি নেতা নবীউল্লাহ নবী। রবিবার ৬৪ নম্বর ওয়ার্ডের কাজলার পাড় এলাকায় নিহতদের পরিবারের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান।
এসময় পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ, এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। তাদের সান্ত্বনা দিয়ে নবীউল্লাহ নবী বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে যারা নিহত হয়েছেন তারা জাতির বীর সন্তান। তাদের এই মহান ত্যাগ বিফলে যায়নি। তাদের প্রাণের বিনিময়ে নতুন স্বাধীনতা পেয়েছে জাতি, স্বৈরাচারমুক্ত হয়েছে দেশ। নিহতদের এই আত্মত্যাগ বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে থাকবে।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিহত চারজনের পরিবারকে আর্থিক অনুদান দেন নবীউল্লাহ নবী।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581