অনলাইন ডেস্ক : চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। এ আসনে ঈগল প্রতীকে কোমর বেঁধে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব। কার্যত এ দুই প্রার্থীর মধ্যেই চলছে ভোটযুদ্ধ। সাতকানিয়ায় মোট ভোটার ৪ লাখ ৫৮ হাজার ৪০৩ জন। এ আসনটি জামায়াত অধ্যুষিত। দীর্ঘদিন ধরে এটি জামায়াতের দখলে। আসনটি উদ্ধারে ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ জামায়াত নেতা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে মনোনয়ন দিয়ে আসনটিতে জয়ী হয়। ২০১৮ সালের নির্বাচনেও তিনি নির্বাচিত হন। কিন্তু দুই দফা বিজয়ী হয়ে তিনি এলাকায় নানা বিতর্কের জন্ম দেন। বিভিন্ন অনিয়মসহ নানা অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পক্ষান্তরে, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব স্থানীয়ভাবে প্রবীণ রাজনীতিক এবং সমাজসেবী। কার্যত এ দুই প্রার্থীর মধ্যেই চলছে ভোটযুদ্ধ। এ আসনে আরও আছেন জাতীয় পার্টির মোহাম্মদ ছালেম (লাঙল), মোহাম্মদ আলী হোসাইন (মোমবাতি), বাংলাদেশ কল্যাণ পার্টির মোহাম্মদ সোলাইমান কাশেমী (হাতঘড়ি), ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ হারুন (মিনার) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. জসিম উদ্দিন (ছড়ি)। তবে আসনটিতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এরই মধ্যে একাধিকবার ঘটেছে সংঘর্ষের ঘটনা। নির্বাচনি অনুসন্ধান কমিটিতে জমা পড়েছে অন্তত ২০টি অভিযোগ।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581