অনলাইন ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণঅভ্যুত্থানের ঐক্য বিনষ্ট করতে কোনো কোনো মহল অপচেষ্টা করছে। যে কোনো মূল্যে গণঅভ্যুত্থানের ঐক্য অক্ষুন্ন রেখে প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।
শুক্রবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের পাগলপাড়ায় ৬ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।
এ সময় এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানে তারেক রহমানের অবদানকে যারা অস্বীকার করতে চায় তারা প্রকৃত সত্যকে আড়াল করছে। আওয়ামী সরকারের চরম ফ্যাসিবাদী আচরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন বারবার হোঁচটের মুখে পড়ছিল, তারেক রহমান তখন বিচক্ষণতার সাথে বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে এই আন্দোলনে রাজপথে সুসংগঠিত ও সম্পৃক্ত করে এবং গণঅভ্যুত্থানে পরিণত করতে পথ দেখিয়েছিলেন। আন্দোলন চলাকালে তিনি প্রতি মুহূর্ত নিবিড়ভাবে তত্ত্বাবধন করেছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের ঐক্য বিনষ্ট করতে কোনো কোনো মহল অপচেষ্টা করছে। যে কোনো মূল্যে গণঅভ্যুত্থানের ঐক্য অক্ষুন্ন রেখে প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। কেননা দ্রুত নির্বাচন জনগণের চাহিদা।
হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ’র সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল আজিজ খানের সঞ্চালনায় কর্মী সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581