অনলাইন ডেস্ক : ‘খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ’ কেন্দ্রীয় বিএনপি অনুমোদিত কোনো সংগঠন নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।
রুহুল কবির রিজভী বলেন, একটি স্বার্থান্বেষী মহল ‘খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ’ নামে একটি ভুয়া সংগঠন সৃষ্টি করে বিভিন্নভাবে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ভুয়া সংগঠনটি আগামী ২৫ মার্চ প্রিন্স কিচেন, ৩০ নবি টাওয়ার, রিংরোড, শ্যামলী, ঢাকায় ইফতার মাহফিলেরও আয়োজন করেছে।
তিনি বলেন, অবৈধ ও ভুয়া সংগঠনটির সব ধরনের কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো।
ভুয়া সংগঠনটির সঙ্গে দলের নেতাকর্মী যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581