
অনলাইন ডেস্ক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দুই দিন সামান্য উন্নতির পর গতকাল আবারও অবনতি হয়েছে তাঁর স্বাস্থ্যের। গতকাল দুপুর থেকে তাঁকে সিসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বিকালে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে আসা পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রাথমিক মেডিকেল টিম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। আজ মঙ্গলবার চীনা মূল চিকিৎসক দলটি ঢাকায় আসবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হয়ে দফায় দফায় বৈঠক করে পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে দেশনেত্রীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গতকাল দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় নানা রকমের গুজব ছড়াতে থাকে। বেলা সাড়ে তিনটায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দেশিবিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি চিকিৎসা নিচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে প্রকাশিত খবর সঠিক নয়। এ নিয়ে কারও বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই। তিনি খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের দোয়ার আহ্বান জানান।