অনলাইন ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় অভিযুক্ত তেজগাঁওয়ের স্থানীয় আওয়ামী লীগ নেতা সায়মনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন। তিনি জানান, ২০১৫ সালের আলোচিত গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে তাকে চিহ্নিত করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত সায়মনকে মঙ্গলবার (১৫ এপ্রিল) আদালতে হাজির করা হবে। এর আগে একই মামলায় গত ৬ এপ্রিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকেও গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের এপ্রিল মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালাতে গিয়ে বেগম খালেদা জিয়া হামলার শিকার হন। সেই সময় তিনি কারওয়ান বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন।
ঘটনার সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনার দীর্ঘ ১০ বছর পর, ২০২৪ সালের ২২ আগস্ট তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581