
অনলাইন ডেস্ক : রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা দিচ্ছেন আট দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান অধ্যাপক রিচার্ড বেলে গতকাল ঢাকায় পৌঁছেই এভারকেয়ারে যান। গত রাতে চীন থেকে আরও চারজন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন। যুক্তরাজ্য, চীন ছাড়াও যুক্তরাষ্ট্র, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারতের সহযোগিতায় বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসা দিয়ে যাচ্ছেন। মেডিকেল বোর্ড জানিয়েছে, স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে না। এদিকে এসএসএফ প্রটোকলের অংশ হিসেবে আজ বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালসংলগ্ন মাঠে হেলিকপ্টার মহড়া হবে। সরকার ইতোমধ্যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ভিভিআইপি মর্যাদা ঘোষণা করেছে। দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া সরকারের উপদেষ্টা ও রাজনীতিকরা হাসপাতালে যান।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ঢাকাসহ সারা দেশে বিএনপির দোয়া কর্মসূচি অব্যাহত। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে- বেগম খালেদা জিয়ার বর্তমান অসুস্থতার জন্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তাঁর সরকার দায়ী।
বিএনপি চেয়ারপারসনকে ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর অবস্থা সংকটাপন্ন হলে তাঁকে সিসিইিউতে নেওয়া হয়। দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে দেশের বর্ষিয়ান এই রাজনীতিকের।