অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ওপর আত্মজীবনীমূলক বই তাকে উপহার দেওয়া হয়েছে।
প্রয়াত সাংবাদিক মাহফুজউল্লাহর লেখা ‘বেগম খালেদা জিয়া- হার লাইফ, হার স্টোরি’ বইয়ের বাংলা অনুবাদ করেছেন তার ভাই ড. মাহবুব উল্লাহ। অনুদিত বইটির নামকরণ করা হয়েছে ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’।
শনিবার গুলশানের ফিরোজায় খালেদা জিয়ার কাছে বইটি হস্তান্তর করা হয়। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. মাহবুব উল্লাহ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রিতা উপস্থিত ছিলেন।
এদিকে সর্বশেষ গত শনিবার (৩০ মার্চ) গভীর রাতে হঠাৎ বমি করেন বেগম খালেদা জিয়া। অবনতি হয় তার শারীরিক অবস্থার। এরপর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরে তাকে সিসিইউতে নেয়া হয়। অবস্থার উন্নতি হলে মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। আপাতত বাসায় তার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581