অনলাইন ডেস্ক : কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা ও বিশেষ দোয়া করা হয়। শুক্রবার বাদ জুমআ পৌর শহরের ঈদগাহ মাঠ এলাকার জেলা বিএনপি কার্যালয় থেকে শ্রমিক নেতা রিজন সরকারের নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও আজিজুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম আবু হানিফ বিপ্লব প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581