অনলাইন ডেস্ক : কারাবন্দি বিএনপি নেতাদের পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসভবনে গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামসহ সিনিয়র নেতারা।
শনিবার বিকালে নেতারা ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দীন সিরাজ, ৩৩ নং ওয়ার্ড বিএনপির কারাবন্দি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেন্টু আহমেদ শাখি, নবাব পাড়া ইউনিট সভাপতি মোহাম্মদ ফালান, ওয়ার্ড নেতা মোহাম্মদ ইকবাল ওয়ার্ডের প্রচার সম্পাদক আনিস, ৩৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ওমর ফারুক, ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বল্লাম রাজু, ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল হোসেন, আব্দুল রউফ রনি, বংশাল থানা নেতা মোহাম্মদ সোহেল, শাহিদের বাসভবনে যান। মহানগর নেতারা কারাবন্দি নেতাদের পরিবারের খোঁজখবর নেন।
এই কর্মসূচিতে আরও অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, সদস্য ও দপ্তরের দায়িত্বে সাইদুর রহমান মিন্টু, আরিফুর রহমান নাদিম, বিএনপির তথ্য ও প্রযুক্তি দপ্তরের কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা, বংশান থানার সাবেক সভাপতি তাজউদ্দীন আহমদ তাইজু, সাবেক সাধারণ সম্পাদক কমিশনার মামুন আহমদ, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডালিম হোসেন, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রোলেক্স পারভেজ হ্যাপিসহ বংশাল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581