অনলাইন ডেস্ক : কারাবন্দি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব নবী উল্লাহ নবীর বাসায় গেছেন মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ বিএনপি নেতারা। তারা নবীর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
শুক্রবার সন্ধ্যার পর নেতারা নবীর যাত্রাবাড়ী নবীনগরস্থ বাসভবনে আসেন। তারা নবীর অসুস্থ সহধর্মিণীসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সালাম।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলাম, সদস্য জামসেদুল আলম শ্যামল, প্রচার সেলের সদস্য মাহফুজ কবির মুক্তা, ডেমরা থানা বিএনপি নেতা আনিসুজ্জামান, খোরশেদ আলম, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা এহতেশাম উদ্দিন নকীব, আতিকুল হকসহ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581