অনলাইন ডেস্ক : ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানার নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার দিয়েছে বিএনপি।
সোমবার কদমতলী থানার ৫৩ নং ওয়ার্ডের কলেজ রোডে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কারাবন্দি ও নির্যাতিত নেতাকর্মীদের বাসায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলামের তত্বাবধানে এসব ঈদ সামগ্রী পৌছে দেওয়া হয়।
গত ২৮ অক্টোবরে আহত বিএনপি কর্মী মো. রানা, শহিদুল ইসলাম, আবুল হোসেন, আরমান হোসেন, ভ্যানচালক আনেয়ার হোসেন, আব্দুল লতিফ, পরান মিয়াসহ দুই শতাধিক পরিবারের মাঝে এসব ঈদ উপহার তুলে দেন।
স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ও কদমতলী থানা বি এন পি নেতা মো. তরিকুল ইসলাম পলাশ, বিএনপি নেতা আনসার মুন্সী, শামসুদ্দিন সামু, যুবদল নেতা রানা, সেচ্ছাসেবক দল ৫৩ নং ওয়ার্ডের সদস্য সচিব আল আমিন হিরা, ছাত্র দল নেতা সাকিব, কদমতলী থানা বিএনপি নেতা মমিন মিয়া, পরান, মো. ভুট্টু,আনোয়ার হোসেন, পারভেজ মোশাররফ, সুমন আহমেদ, আদর্শ, মৃদুল, আবুল বাসার খান এসব নির্যাতিত কর্মীদের পরিবারের কাছে ঈদ উপহার তুলে দেন।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581