অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের জয় নয়, ক্ষয় হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে তিনি কথা বলেন।
গণতন্ত্রের আন্দোলন করেছেন জানিয়ে রিজভী বলেন, ‘বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, জনগণের পক্ষে ছিলাম, জনগণের পক্ষেই আছি। জনগণের দাবির প্রতিধ্বনি করেছি আমরা।’
বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ‘প্রায় আড়াই মাস বলপূর্বক আমাদের কার্যালয় বন্ধ করে রাখা হয়েছিল। পুলিশের কাছে বারবার চাবি চাওয়া স্বত্তেও তারা আমাদের চাবি দেয়নি। তাই বাধ্য হয়েই তালা ভাঙতে হয়েছে আমাদের।’
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581