অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, এই দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো সুযোগ নেই। জনগণ তাদের সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল পাঁচটার টায় কেরানীগঞ্জ উপজেলার গোয়ালখালী উচ্চ বিদ্যালয় মাঠে বাস্তা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ জনগণের ওপর দমন, পীড়ন চালিয়েছে এবং ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে। দেশে এখন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে। বিএনপি সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এবং জনগণ বিএনপির পাশে রয়েছে।
তিনি বলেন, গত ১৫ বছরের কলঙ্ক সবাই দেখেছে। আওয়ামী লীগের নামে এখন আর রাজনীতি করা সম্ভব নয়। জনগণ তাদের মুখও দেখতে চায় না।
নির্বাচন প্রসঙ্গে আমানউল্লাহ আমান বলেন, একটি দল ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারা এখন পিআর পদ্ধতির নামে নতুন করে চক্রান্ত করছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন বানচাল করা যাবে না।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581