অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, বিএনপির শীর্ষ নেতারা কারাগারে থাকায় কিছুটা হতাশ নেতাকর্মীরা। হতাশ হওয়ার কিছু নেই। সরকার দিন দিন অবহেলিত হচ্ছে, তাদের পায়ের মাটি সরে যাচ্ছে। লড়াই করে বাংলাদেশের একদলীয় শাসন বিদায় করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনা হবে। সরকারের পদত্যাগের দাবিতে জোরালো কর্মসূচি নিয়ে শিগগিরই রাজপথে নামবে বিএনপি।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ কথা বলেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক।
ফারুক বলেন, এ সরকার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন সরকার, তাদেরকে বিশ্বাস করা যায়না। সরকার জানে ব্যাংক লুট করতে, দুর্নীতি করতে।
বিএনপির এ নেতা বলেন, দাপট নিয়ে সরকার বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে, কিন্তু ভেতরে ভেতরে সিন্ডিকেট করে দাম বাড়ায়। মেগা প্রজেক্টের নামে কোটি কোটি টাকা লুট করছে সরকারের দলীয় লোকজন।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581