অনলাইন ডেস্ক : আগামী শনিবার (৭ জুন) সারা দেশে উদযাপিত হবে ঈদুল আজহা। ঈদ উদযাপন ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকেই ঈদের নামাজ আদায় করবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সঙ্গে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা ও শুভেচ্ছা বিনিময় করবেন নেতাকর্মীরা। এ দিন সন্ধ্যায় দলের সিনিয়র নেতারা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
অন্যদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদের নামাজ আদায় করবেন যুক্তরাজ্যের লন্ডনে একটি স্থানীয় মসজিদে। সেখানেও তিনি স্থানীয় প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের নামাজ আদায় করবেন ঢাকার গুলশান আজাদ মসজিদে। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন গুলশান সোসাইটি মসজিদে, মির্জা আব্বাস শাহজাহানপুর ঈদগাহ ময়দানে, গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করবেন।
নরসিংদীর পলাশে ঈদের নামাজ পড়বেন ড. আব্দুল মঈন খান। নজরুল ইসলাম খান বনানী ডিওএইচএস মসজিদে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, সালাহ উদ্দিন আহমদ কক্সবাজারে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ধানমন্ডিতে এবং হাফিজ উদ্দিন আহমদ বনানীর বড় মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। বিএনপির ভাইস-চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, কেন্দ্রীয় নেতা এবং সাবেক সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।
স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনাও পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে। ঈদের দিন বেলা সাড়ে ১১টায় বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতারা রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে শ্রদ্ধা জানাবেন। ঈদের রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন দলের শীর্ষ নেতারা।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581