অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের খোঁজ নিতে শনিবার মুগদা হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এদিন সকালে তিনি মুগদা হাসপাতালে চিকৎসাধীন ছাত্র-জনতাকে দেখতে যান।
এ সময় চিকিৎসার খোঁজ নেওয়ার পাশাপাশি কোটা আন্দোলনে আহত হয়ে মুগদা হাসপাতালে ভর্তি সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন।
আহতদের মধ্যে তিনজন গুরুতর আহত রোগীকে মুগদা থেকে উন্নত হাসপাতালে ভর্তি করে চিকিৎসার সুযোগ করে দেন বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581