অনলাইন ডেস্ক : নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা শপথ নেবেন আজ রবিবার।
বঙ্গভবনে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ দুপুর ১২টায় শপথ নেবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন।
অপরদিকে এখন পর্যন্ত শপথ না নেওয়া উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্র থেকে আজ রাতে দেশে ফিরবেন। দেশে ফেরার পর সোম বা মঙ্গলবার তিনি শপথ নিতে পারেন বলে একটি সূত্রে জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার বঙ্গভবনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ১৩ উপদেষ্টা শপথ নেন। ওইদিন তিন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেন নি।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581