অনলাইন ডেস্ক : বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, ‘আজিজ-বেনজীরের দুর্নীতিই প্রমাণ করে দেশে আইনের শাসন নাই। জনগণের আদালতেই তাদের বিচার করতে হবে। আজিজ-বেনজীরদের সহায়তাকারীদেরও ছাড় দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘জনগণের সম্পদ লুট করে যারা আমেরিকা, কানাডা, লন্ডন, মালয়েশিয়ায় বাড়ি কিনেছেন, তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। সবার আমলনামা আমাদের কাছে আছে।’
শুক্রবার চাঁদপুর শহরের চিত্রলেখার মোড়ে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় কয়েক সহস্রাধিক লোকের সমাগম ঘটে।
বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ও জেলা সভাপতি শেখ ফরিদ আহমদ মানিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা সহ-সভাপতি শুকুর পাটোয়ারী, আব্দুল হান্নান, পেশাজীবী নেতা ডা. মাহবুবুর রহমান শামীম, মোশাররফ হোসেনসহ জেলা উপজেলা নেতৃবৃন্দ।
সেলিম ভূঁইয়া বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে জনতার স্রোতই প্রমাণ করে শহীদ জিয়া জনতার জিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এবং যুদ্ধে নেতৃত্ব না দিলে আমরা ৯ মাসে স্বাধীনতা লাভ করতে পারতাম না।’
সভাপতির বক্তব্যে শেখ ফরিদ আহমদ মানিক বলেন, ‘শুধু আজিজ-বেনজীর নয়, আপনারা আরও দুর্নীতিবাজদের তালিকা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। এ সরকারের আমলে কোনো মানুষ ভালো নেই, ব্যবসায়ীরা ভালো নেই। ভালো আছে চাঁদাবাজরা। ভালো আছে দুর্নীতিবাজরা। সরকারের প্রশ্রয়ে দুর্নীতিবাজরা আজ বেপরোয়া। সরকার তাদের না ধরে ধরছে গণতন্ত্রকামী জনতাকে। একদিন সবকিছুরই হিসাব দিতে হবে।’
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581