অনলাইন ডেস্ক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘ভারত সরকারের সবচেয়ে বড় ভুল আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে। তারা বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না, আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করেছে।’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি চেতনার জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ ভারতের তুলনায় অনেক ছোট। কিন্তু আমরা একটা স্বাধীনচেতা জাতি। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ সাহসী তরুণ সমাজ। মুক্তিযুদ্ধের সময়ও ছাত্ররা আমার সঙ্গে যুদ্ধ করেছে, আমি দেখেছি। কিন্তু এবারের ছাত্ররা যা দেখিয়েছে, তা অকল্পনীয়। এরাই আমাদের গর্ব।’
তিনি বলেন, ‘জুলাই-আগস্টের যে বিপ্লব, সেটি সৃষ্টিকর্তার তরফ থেকে এসেছে। হেলিকপ্টার থেকে যখন গুলি করে মানুষ মারে, তখন আমরা নিরস্ত্র। কিন্তু যখন কেউ সীমা লঙ্ঘন করে... আমাদের ধর্মে আছে আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে কখনও মাফ করেন না। শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছেন। তাই আজ তাদের পালাতে হয়েছে।’
হাফিজ বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের একটা সুন্দর সম্পর্ক ছিল। রাজনীতিবিদরা সেটি নষ্ট করেছে। আমরা একটি উদার গণতান্ত্রিক দেশ চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশের পতাকার সম্মান দেখতে চাই।’
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581