অনলাইন ডেস্ক : নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা সরকার পতনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে তা সামনের দিনে সুসংগত রেখে ধৈর্যের সঙ্গে ধরে রাখতে হবে। কোনোভাবেই যেন ব্যত্যয় না ঘটে। কেউ কোনোভাবেই কোনো অপকর্মে জড়িত হবেন না।
বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এসব বলেন।
মির্জা ফখরুল বলেন, শুনছি গার্মেন্টস কারখানায় আগুন দিচ্ছে। এগুলোর সঙ্গে আন্দোলনকারীরা জড়িত নয়, এরা কখনও আন্দোলনকারী ছিল না। যারা জড়িত তারা দেশের শত্রু, জাতির শত্রু।
এবারের ছাত্র আন্দোলনে বিএনপি সহযোগিতা করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সংহতি জানিয়েছিলাম। এই যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি জানাচ্ছি। ছাত্ররা সবাইকে ঐক্যবদ্ধ করেছে, এর ফলে এই স্বৈরাচার সরকারের পতন, সঙ্গে পালিয়ে যেতে বাধ্য করেছি। এ বিজয় ছাত্র ও জনতার। এই বিজয় অনেকককে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে। অনেকে লুটপাট করছে, এরা তাদের লোক যারা গণতন্ত্র ধ্বংস করেছিল। সাবধান থাকতে হবে।’
বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘তিন মাসের মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ব্যবস্থা করবে।’
ছাত্রদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘স্বৈরাচার পালিয়ে গেছে, পতন হয়েছে। কিন্তু তার দোসররা রয়ে গেছে। এরা মাথাচাড়া দিতে পারে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।’
স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, ‘অলরেডি অন্তর্বর্তীকালীন সরকারের নাম ঘোষণা করা হয়েছে। এখানে যারা স্বৈরাচার সরকারকে সহযোগিতা করেছে তাদের কাউকে রাখা হবে না। কারণ ওরা প্রবেশ করলে আবার দালালি করবে। নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন। নির্বাচনের ফলে জনগণের জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন হবে। সবাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবো।’
দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বিদেশি প্রভুদের সহায়তা ছাড়া আমাদের এবারের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। আমাদের আর ভয় নাই। আল্লাহ তায়ালার শুকর আদায় করছি।’
সমাবেশে দলটির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান বক্তব্য দেন।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581