অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির (কাদের) এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দুপুরে জানানো হয় দলের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে সাহিদুর রহমান টেপাসহ ১০ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই অব্যাহতি দেওয়ার প্রক্রিয়াকে অবৈধ দাবি করে ৫০ কোটি টাকার মানহানি হয়েছে উল্লেখ করে পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। সাহিদুর রহমান টেপার পক্ষে তার আইনজীবী গাজী রবিউল ইসলাম সাগর এ নোটিশ দেন।
বৃহস্পতিবার বিকালে এই লিগ্যাল নোটিশ জিএম কাদেরের বনানীস্থ চেয়ারম্যান কার্যালয় ও জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান সাহিদুর রহমান টেপা।
সম্প্রতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ ও জিএম কাদেরের অনুসারীরা আলাদা হয়ে যাওয়ায় দলে নতুন বিভক্তি তৈরি হয়েছে। রওশন এরশাদের অনুসারীরা তাকে চেয়ারম্যান ঘোষণা করেছেন। এরপর কিছু নেতাকে পার্টির জিএম কাদেরের অংশ থেকে বহিষ্কার করা হয়।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581