1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জিএম কাদেরসহ জাপা নেতাদের গ্রেফতার দাবি - ধানের শীষ
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে, এমন দাবি ভিত্তিহীন: প্রেস উইং রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান মানুষের ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিন: ভাসানটেকে তারেক রহমান ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা ১৫ বছর যারা ভোট ডাকাতি করেছে, তাদের সঙ্গে এদের পার্থক্য: তারেক রহমান ভালুকায় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপির ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী পরামর্শ সভা ভোটের লড়াইয়ে বিএনপির ৭৪ বিদ্রোহী প্রার্থী; বহিষ্কার আরও ৫৯ আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ এনসিপির এলিটিজম বনাম তৃণমূল রাজনীতির বাস্তবতা, গণতন্ত্রের নামে কার রাজনীতি? গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

জিএম কাদেরসহ জাপা নেতাদের গ্রেফতার দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৪২০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ফ্যাসিবাদ বিরোধী জনতা।

বুধবার রাজধানীর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফ্যাসিবাদ বিরোধী জনতার সমন্বয়ক এমএ আরিফের সভাপতিত্বে এতে সহ-সমন্বয়ক নাজমুল হাসান, তুহিন মাহমুদ, জহির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধন কর্মসূচিতে সমন্বয়ক আরিফ বলেন, দেশের নিরপরাধ ছাত্রজনতাকে হত্যা করে স্বৈরাচার হাসিনা যে অপরাধ করেছেন, সে একই অপরাধে অপরাধী জাতীয় পার্টি। পতিত অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। দেশের জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখার আওয়ামী সরকারের নীল নকশা বাস্তবায়নে অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি।

তিনি বলেন, ১৪ জানুয়ারি দিনের ভোট রাতে করেছে এই জাতীয় পার্টিও। আজকে প্রতারক জিএম কাদের বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। সত্যিই যদি তিনি পক্ষে থাকতেন তাহলে প্রথমেই যখন রংপুরে আবু সাঈদ শহীদ হোন তখন যদি এর প্রতিবাদে জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করতো তাহলে আজকে হাজারো ছাত্রজনতাকে প্রাণ দিতে হতো না। আসলে ক্ষমতার মোহই জিএম কাদেরের কাছে মুখ্য।

বক্তারা বলেন, স্বৈরাচারের দোসর হিসেবে মেনন-ইনুর যদি সাজা হয় তাহলে জাতীয় পার্টির জি এম কাদের, আনিসুল ইসলাম মামুদ এবং মজিবুল হক চুন্নুর কেনো বিচার হবে না? আজকে হত্যা মামলার আসামি হয়েও জিএম কাদের যখন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন উপদেষ্টার বৈঠক করেন তখন খুনী অপরাধীদের সঠিক বিচার নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে।

মানববন্ধনে জিএম কাদেরসহ শেখ হাসিনার দোসরদের বিচারের দাবি আগামী রবিবার মশাল মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট